তারেক পাঠান, পলাশ
ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:০৬ পিএম
তারেক পাঠান, পলাশ
ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:০৬ পিএম
নরসিংদীর পলাশ উপজেলার সেকান্দরদী এ.এম. উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র স্কুল কমিটির সভাপতি জাকির হোসেন চৌধুরী, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী -২ আসনের সাংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য, কাজী মোহাম্মদ সালামত উল্লাহ, শুভেচ্ছান্তে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খোরশেদ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণত সম্পাদক সুমাইয়া বেগম, দপ্তর সম্পাদক, আছমা ইয়াছমিন, নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুব কবির, বীর মুক্তিযুদ্ধা, আব্দুল হাসিম মৃধা, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, মহিলা মেম্বারনি শাহিদা আক্তার,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন, শিক্ষক ওমর ফারুক, জোনায়েত শাহ্, কাজী রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রোকসানা বেগম, খাদিজা আক্তার, সহকারী শিক্ষক মিরাজ, সাইফুল রহমান, সাথি আক্তার, কামরুন্নাহার, অফিস সহকারী নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
কেএস