Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দেশেই এখন উন্নত চিকিৎসা পাওয়া যায়: আমু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:০৪ পিএম


দেশেই এখন উন্নত চিকিৎসা পাওয়া যায়: আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশেই এখন উন্নত এবং ভালো চিকিৎসা পাওয়া যায়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

আমু বলেন, দেশে বর্তমানে অনেক দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিদেশে না গিয়ে দেশেই উন্নত এবং ভালো চিকিৎসা পাওয়া যায়।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ঝালকাঠি সদর হাসপাতালে প্রয়োজনীয় সবকিছুই বরাদ্দ আসবে। হাসপাতালটি আরও আধুনিকায়ন করে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

সভায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম ও সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান উপস্থিত ছিলেন।

এবি

Link copied!