Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৫:৪২ পিএম


মির্জাপুরে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, পৌরসদরের ফুটপাতে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট আইনে ৭জনকে ১৪ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। অবৈধ অটো রিকসার ১২জন মালিককে ৫হাজার ৬শত টাকা জরিমানা করেন। এছাড়াও কয়েকজন ব্যবসায়ীকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সময় দেয়া হয়।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরসন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। পর্যায়ক্রমে সম্পন্নভাবে ফুটপাত দখল মুক্ত করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!