রাঙ্গামাটি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৮:০৩ পিএম
রাঙ্গামাটি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৮:০৩ পিএম
দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে। না হয় দেশে অপ-সাংবাদিকতা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম'র শুভাগমন উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কথা বলেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সহ সভাপতি অলি আহমেদসহ রাঙ্গামাটির স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মান উন্নয়নে করা। এর জন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে সাংবাদিকতা আরো সহজ হবে অনেকাংশে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিল শুধু প্রিন্টমিডিয়া ও তার অনলাইন ভার্সনের বিষয়ে প্রদক্ষেপ নিতে পারে।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কেএস