কুমিল্লা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৭:৫১ পিএম
কুমিল্লা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৭:৫১ পিএম
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় শিক্ষা ও ক্রীড়াঙ্গনে সুনামের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমি খেলার মাঠের মানুষ তাই অত্র বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের যে কোন সরঞ্জামাদি প্রয়োজন পরলে আমাকে বললে ২৪ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্ব পৌঁছে দিবো।
কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার নগরে কয়েকটি বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় একটি। তাই রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের যে কোন উন্নয়নে কুমিল্লা সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা করবে।
এমপি বাহারের ধারাবাহিক উন্নয়নের বদৌলতে কুমিল্লার শিক্ষাঙ্গনে ব্যাপক অবকাঠামোগত পরিবর্তন হয়েছে। পড়াশুনার গুণগত পরিবর্তন এসেছে। কলেজগুলোতে আজ শান্তি বিরাজ করছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শহরতলীর কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান ও রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, ৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. হাসান খসরু, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব মীর লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার, দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের অফিস মো. তাজুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম চপল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী ফখরুল ইসলাম রুবেল, রেজাউল করিম রাজন মেম্বার, কামরুল ইসলাম মেম্বারসহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার হোসেন জাকির ও নুসরাত জাহান।
টিএইচ