নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০১:২৮ পিএম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০১:২৮ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আফিল উদ্দিন (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে।
যাবজ্জীবন সাজা এড়াতে ২৭ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে নান্দাইল মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। গ্রেপ্তার আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতির মামলা হয়। পরে সেই ডাকাতি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
অবশেষে গতকাল শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আফিল উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএস