Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান 

আশুলিয়া (সাভার) প্রতিনিধি 

আশুলিয়া (সাভার) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৩:১৮ পিএম


মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান 

মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে হাইকোর্টের নিষেধ থাকলেও তা অমান্য করে এ-সব যানবাহন চালাচ্ছেন চালকরা। তাই এসব পরিবহন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে  অভিযান পরিচালনা করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান সহ সব ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্র মহাসড়কের নবীনগর, বাইপাইল, বলিভদ্র ও শ্রীপুর এলাকা থেকে বেশ কয়েকটি অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়ক থেকে ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। এ সময় বেশ কয়েকটি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরএস

Link copied!