Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৩:৩১ পিএম


পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

জাঁকজমকপূর্ণ পরিবেশে নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) পলাশ উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে অত্র কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন  গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন (দিলীপ)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র কলেজের শিক্ষক শহিদুল হক সুমন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আরিফ, ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, গণমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমুখ। 

পরে স্থানীয় ও কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কেএস 

Link copied!