Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৫:৩৬ পিএম


গাজীপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ শেষে বাড়ি ফেরার পথে আমানুল্লাহ ভূঁইয়া (৪০)নামে স্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত আমানুল্লাহ ৯নং ওয়ার্ডের ছোট কয়ের উত্তরপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি মীরের বাজার এলাকায় ব্রিটিশ টোবাকো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

মৃত আমানুল্লাহর ছোট ভাই সোহেল ভূঁইয়া জানান, আমাদের ছোট কয়ের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার আমরা তিন ভাই একসাথে জুম্মা নামাজ পড়তে যাই, নামাজ শেষে নতুন কমিটির বিষয়ে আলোচনা করলে পূর্বের মসজিদ কমিটির সাথে কয়েকজন সমাজবাসীর কথা কাটাকাটি হয়। 

একপর্যায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে এলোপাথাড়ি ভাবে মারামারির সৃষ্টি হয়। পরিবেশ শান্ত হলে আমিও আমার বড় ভাই আমানুল্লাহ বাড়ি  আসার পথে হঠাৎ করে রাস্তায় স্ট্রোক করে পড়ে যায়। পরে টঙ্গী সিলমুন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মকর্তারা তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে ওখানে নিয়ে গেলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!