Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৬:২৬ পিএম


পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 

গাজীপুর পূবাইলে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

টঙ্গী-নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৩৫) বছর। 

তিনি জানান, পূবাইল মাজুখান এলাকায় টঙ্গী-নরসিংদী রেল লাইনে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় আনা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএস

Link copied!