Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৬:৪২ পিএম


বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুর বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম (৩০), নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার  দিকে বিরামপুর ইসলাম পাড়া নামক স্থানে বাসা বাড়িতে রং করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাহিনুর ইসলাম বিরামপুর মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান আলীর ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রি, রং করার সময় সেখানে বিদ্যুৎ ও ক্যাবল অপরেটরের একাধিক তার থাকায় সে বুঝতে না পাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানাযায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিনুর ইসলামের লাশটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএস
 

Link copied!