Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘোড়াঘাটে বাড়ির উঠোনে গাছে ঝুলে ছিলো বৃদ্ধের মরদেহ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি  

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি  

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০১:৫৫ পিএম


ঘোড়াঘাটে বাড়ির উঠোনে গাছে ঝুলে ছিলো বৃদ্ধের মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ বাড়ির উঠোনে আমগাছে রশিতে ঝুলে ছিলেন তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

নিহতের পরিবার মাধ্যম দিয়ে জানা যায়, রবিবার ভোরে নিহতের মেয়ে প্রাকৃতিক কাজে ঘুম থেকে উঠে দেখে তার বাবা বাড়ির উঠোনে থাকা আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস

Link copied!