Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:১৭ পিএম


কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মো. চাঁন মিয়া (২৯) ও এরশাদুল আল বারী প্রকাশ সাজু (২৮) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়ন থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. চাঁন মিয়া চর ফকিরা ৬ নং ওয়ার্ড এর গ্রাম সরকারের বাড়ীর গোলাম মাওলার ছেলে। এবং এরশাদুল আল বারী (সাজু) চর ফকিরা ৩ নং ওয়ার্ডের বরিয়াল পাটওয়ারী বাড়ীর আনিছুল হকের ছেলে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা পাওয়া যায়।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান জানান, রাত্রিকালীন ডিউটি পরিচালনায় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরএস

Link copied!