Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:৪৬ পিএম


শ্রীপুরে লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত 

গাজীপুরের শ্রীপুরে মাটি বহনকারী লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সোহেল রানা (৩০) নিহত হয়েছে। সে শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে। 

রোববার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে শ্রীপুর-বরমী সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে (পুরাতন বাসস্ট্যান্ডের) এ দূর্ঘটনা ঘটে।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার জানান, আহত অবস্থায় মোটরসাইকেল চালক সোহেলকে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শ্রীপুরগামী মাটি বহনকারী লড়ির পেছনে একই গামী দ্রুতগতীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল সড়কে পড়ে গেলে চালক গুরুতর আহত হয়। 

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের সাথে কথা বলে তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস
 

Link copied!