Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৩৯ পিএম


নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

নাটোর সুগার মিলের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা।

রোববার ( ৫ ফেব্রুয়ারি ) দুপুরে নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারীদের অফিস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা।

এ সময় বক্তারা বলেন, নাটোর সুগার মিলে ৪৩০জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর ৩৮কোটি টাকা বকেয়া রয়েছে। চাকুরি জীবন শেষ করলেও আজ পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা তারা পায়নি। এতে করে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সমাবেশে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোর দাবী জানানো হয়।

সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ এর সভাপতি আলাউদ্দিন প্রামাণিক, সাধারন সম্পাদক আবু রায়হান ভুলু সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এআরএস

Link copied!