Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের রোড শো

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৪৬ পিএম


স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের রোড শো

লক্ষ্মীপুরের রামগতিতে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রম ও পনেরটি অ্যাম্বুলেন্সের নান্দনিক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে রোড শো শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামগতি উপজেলা পরিদের সামনে এসে সমাপ্ত হয়।

জেলা কালেক্টরেট ভবনের সামনে রোড শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানুষের সেবায় মানুষের পাশে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম আমার শহর’  বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আনোয়ার হোছাইন আকন্দের উদ্ভাবন, পরিকল্পনা ও তত্ত্বাবধানে অনলাইন অ্যাপভিত্তিক ‘স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স’ সার্ভিস। 
জানা যায়, জেলা প্রশাসক জেলার পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন্য এলজিএসপি, জাইকাসহ বিভিন্ন তহবিল থেকে সমন্বয় করে একটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ এ পর্যন্ত মোট ষোলটি অ্যাম্বুলেন্স ক্রয় করেন।

প্রতিটির আয় ব্যয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে স্বংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও তত্ত্বাবধান করবে উপজেলা প্রশাসন। দূর্গম বিচ্ছিন্ন দ্বীপ চরাঞ্চলে বসবাসকারী প্রায় ৩৫ হাজার মানুষের স্বাস্থ্য সেবায় চর আবদুল্যা ইউনিয়নের জন্য ক্রয় করেন ওয়াটার অ্যাম্বুলেন্স।

রামগতিতে প্রবেশমুখে রোড শোর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

তিনি তার প্রতিক্রিয়ায় জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের যুগান্তকারী সৃজনশীল উদ্ভাবন। অ্যাম্বুলেন্স এর বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রম গ্রহন করা হয়েছে। 

এআরএস
 

Link copied!