Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারায়ণগঞ্জ পরিদর্শনে বেলজিয়ামের রানী মাটিল্ডা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৫:৩৮ পিএম


নারায়ণগঞ্জ পরিদর্শনে বেলজিয়ামের রানী মাটিল্ডা

রাষ্ট্রীয় সফরে নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানী মাটিল্ডা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লায় ফকির নীট এ্যাপারেলস লিমিটেডে পরিদর্শন করেন তিনি। 

জাতিসংঘের মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানী মাটিল্ডার বাংলাদেশে সফর। রাষ্ট্রীয় সফর হিসেবে তিনি তিনদিন বাংলাদেশে অবস্থান করবেন। 

রানী মাথিল্ডা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাথে স্বাক্ষাত করবেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও বন্যার সঙ্গে সম্পকিত একটি প্রকল্প পরিদর্শন করবেন।

এদিকে রানী মাটিল্ডার পরিদর্শন উপলক্ষে সব দিক দিয়ে বিশেষ ব্যবস্হা নেওয়া হয়েছে। রানী মাটাল্ডা ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করার কথা রয়েছে। সফর হিসেবে রানী এলিজাবেথ আজ সকাল সাড়ে নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। 

এসময় রানী মেটিল্ডাকে বিমান বন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ডা: একে আব্দুল মোমেন, তথ্য মন্ত্রী ডা. হাসান মাহমুদ। 

কেএস 

Link copied!