Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মান্দায় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৫:৪০ পিএম


মান্দায় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নওগাঁর নিয়ামতপুর গুজিশহর প্রেমগোসাই মেলা থেকে মান্দায় বাড়ি ফেরার পথে বাংলা চ্যানেল, দৈনিক আমার সংবাদ, বাংলাদেশের খবর ও সংবাদ প্রকাশের নওগাঁ প্রতিনিধি হামলার শিকার হয়েছেন। এ সময় তার ব্যাগে থাকা ক্যামেরা ও মোবাইল ভাঙচুরসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নেই। 

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কালামারা ব্রিজের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এম এ রাজ্জাক মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ইতিপূর্বে পুকুর খননের  নিউজ প্রকাশিত করায়। তার জের ধরে উপজেলার কালা মারা ব্রিজের রাস্তায় সহকর্মী শাহজাহানের সাথে কথা বলার এক পর্যায়ে সন্ত্রাসী নওগাঁ পাটালীর মোড় পুকুর পাড় এলাকার আলহাজ্ব সফির উদ্দিন ছেলে ভেকু ব্যবসায়ী বিলাসসহ সংবদ্ধ হয়ে হামলা করে। সাংবাদিকের ব্যাগে থাকা ক্যামেরা, মোবাইল ভাঙচুরসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নেই সেই সন্ত্রাসী বিলাস। 

ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।মান্দা থানার তদন্ত ওসি মেহেদী মাসুদ মৌখিক অভিযোগ পেয়েছি,  অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। 

আরএস

Link copied!