Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কচাকাটায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৫:৪৪ পিএম


কচাকাটায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে নির্মাণাধীন বাড়ির খালের পানিতে পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি একই গ্রামের সোহাগ মিয়ার ছেলে মোয়াজ উদ্দিন।

স্থানীয়রা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সবার অজান্তে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশী লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়ির ইট ভিজানোর জন্য তৈরী করা একটি খালে পড়ে যায়। খালে পানি থাকায় সেখানেই ডুবে যায় শিশুটি। 

এদিকে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজা-খুজি শুরু করেন পরিবারের লোকজন। পরে দুপুর ১টার দিকে নির্মাণাধীন বাড়ির মালিকের ভাতিজা মিন্টু মিয়া ওই খালে শিশুটিকে ভাসতে দেখে এবং মৃত্যু অবস্থায় তাকে  উদ্ধার করেন। 

কচাকাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

কেএস 

Link copied!