Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইল প্রতিনিধি: 

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৬:২৫ পিএম


টাঙ্গাইলে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২জন আহত হয়েছেন। এসময় দুইটি প্রাইভেটকারসহ  ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আহত সাংবাদিকরা হলেন, ঢাকাপোস্ট.কমের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারর্সন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ। পরে হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরন করে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় ভূঞাপুর পৌরসভার মেয়র এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলা করা হয়। এতে স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেত্বত্বে লোকজনএ হামলা চালায়। এসময় হামলাকারীরা ফাঁকাগুলি ও ককটেল বিষ্ফোরণ করে।

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়ন মূলক লিফলেট বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন। এসময় আতর্কিত হামলা চালানো হয়।এতে সাংবাদিকরা ভিডিও ধারন করায় তিনজন সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এসময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় দুইটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুইপক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করার ঠিক হয়নি।

আরএস
 

Link copied!