চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:৫২ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:৫২ পিএম
চুয়াডাঙ্গার সদর উপজেলার নীলমনিগন্জে সব ধরনের লেনদেনের সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোমিনপুর পিটিআই রোডে নীলমনিগন্জ বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটের নতুন ৬৩ তম এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার মো জহির হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিব, অক্সফোর্ড সোলার টেকনোলজি কোম্পানি লিমিটেডের পরিচালক মুফতি বনি ইয়ামিন ,অনুষ্ঠান পরিচালনা করেন পারফেক্ট এন্টারপ্রাইজ এর সিইও মো. আব্দুল্লাহ হক ও পরিচালক ইমদাদুল হক শামীম ,
অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুজ্জামান লালন বলেন, বাংলাদেশ সরকার জনগণের কল্যাণে সব কিছু আধুনিকয়ন করেছে ব্যাংকিং সেবা এখন মানুষের দোরগোড়ায়, ডিজিটাল বাংলাদেশে এখন সবকিছু ডিজিটাল, এসময় তিনি সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ও এটিএম বুথের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান ।
প্রধান আলোচক মাজহারুল ইসলাম বলেন, গ্রাম অঞ্চলের মানুষ জনের আগে শহরে যেতে হতো ব্যাংক একাউন্ট খুলতে এখন মানুষ খুব সহজেই পল্লি অঞ্চল থেকেই বিনামূল্যে একাউন্ট খুলতে পারছেন ও এটিএম বুথের মাধ্যমে ও ২৪ ঘন্টা টাকা জমা উত্তোলন করতে পারছে, জনগনের দোড়গোড়ায় এখন সকল ভিজিটাল সেবা।
অনুষ্ঠান বিশেষ অতিথি মাহব্বুর রহমান বলেন নীলমনিগন্জ বাজারে সাউথইস্ট ব্যাংক এজেন্ট আউটলেট ও এটিএম বুথ আসায় এই এলাকার লোকজন ব্যাপক ব্যাংকিং সুবিধা পাবে এছাড়াও জনগণের যাতায়াত ও জানমালের নিরাপত্তা পাবে, সরকার জনগণের দোরগোড়ায় সকল সেবা প্রদান করতে নিরালস ভাবে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, এ আউটলেট থেকে গ্রাহকগন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, কার-লোন, সহজ শর্তে মোটর-সাইকেল লোন, ব্যবসায়ীদের এস.এম.ই লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, সবধরনের কার্ডের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের রিসাইক্লার এটিএম বুথ থেকে লেন-দেন করা যাবে।
আরএস