Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চাটখিলে বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

 নোয়াখালী প্রতিনিধি

 নোয়াখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৪:২২ পিএম


চাটখিলে বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদ সহ ২  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার নোয়াখলা এলাকার মোকারাম বাড়ির মো.ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

আরএস
 

Link copied!