Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৫:৩৪ পিএম


পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বকসুচৌকিদার পাড়ার জনৈক বাবুলের বাড়ির সামনে থেকে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন, চকরিয়া পৌরসভা মন্ডলপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মীর কাসেম (২৬) ও পেকুয়া সদর ইউপির জালিয়াখালী এলাকার আহমদ ছবির ছেলে নেজাম উদ্দিন (৫০)।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) মো.ইছমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ১হাজার পিস ইয়াবা ও ১কেজি গাঁজা উদ্ধার করে। এসব মাদকের মুল্য প্রায় ৩লক্ষ ৩০ হাজার টাকা।

তিনি আরো জানান, এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএস

Link copied!