Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে ডাক্তারকে লাঞ্ছিত, ১ জনের কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:০৫ পিএম


কেরানীগঞ্জে ডাক্তারকে লাঞ্ছিত, ১ জনের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কাজে বাধা ও কর্তব্যরত অবস্থায় ডাক্তারের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় মো: আরিফ (৩০) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়সল বিন করিম এ আদেশ দেন। তবে কি কারণে এমনটা হয়েছে জানেন না রুগীর স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরাফাতুর রহমান জানান, সকাল ১০টার দিকে আমার কক্ষে একটি জরুরি মিটিং চলাকালে এক যুবক এসে হৈহুল্লা শুরু করে, পরে কর্তব্যরত  চিকিৎসকরা সামনে এগিয়ে এলে সে যুবক আরও কয়েকজনকে সাথে নিয়ে তাদেরকে এলোপাথাড়ি কিল ঘুষি দিতে শুরু করে। এতে আমাদের এক নারী ডাক্তারসহ বেশ কয়েকজন লাঞ্ছিত ও আহত  হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত তাকে সাত দিনের কারাদণ্ড দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল বিন করিম আদেশের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

আদালত পরিচালনা কালে সার্বিক সহায়তা প্রদান করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

কেএস 

Link copied!