Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে বিদেশি মদসহ আটক ২

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:৫৭ পিএম


উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে বিদেশি মদসহ আটক ২

কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে ৩৪ বোতল বিদেশি অফিসার চয়েস মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার পুত্র মো. ফারুক মোল্লা (৪০) ও মৃত জামাল মুন্সির পুত্র মো. রাশেদুল ইসলাম(৪৫)। 

আটককৃতদের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেল হাযতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায়। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ'র নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামে অভিযান চালিয়ে ফারুক মোল্লা ও রাশেদুল ইসলামকে ৩৪ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরএস
 

Link copied!