Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পাঠ্য বইয়ে ভুল থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৫:০৬ পিএম


পাঠ্য বইয়ে ভুল থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

পাঠ্য বইয়ে ভুল থাকতে পারে, চিহ্নিত করে সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে। এ বিষয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সমাবর্তনের বক্তা হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী ইউনভার্সিটির উপাচার্য অধ্যাপক অতুল খোশলা।

বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।

পাঠ্য বইয়ের অসঙ্গতি নিয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি বইয়ের ভুল চিহ্নিত করে যৌক্তিক পরামর্শে সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। আরেকটি কমিটি এ বিষয়ে যে কোন ষড়যন্ত্র তদন্ত করে দেখছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

সমাবর্তনে ছয় হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণ পদক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যান্যরা।

আরএস

Link copied!