Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে ব্যবস্থা: কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন 

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৭:২৭ পিএম


অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে ব্যবস্থা: কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন 

এলপিজি গ্যাসের অব্যাহত দাম বৃদ্ধি রোধে কেরানীগঞ্জ উপজেলা এলপিজি গ্যাস ব্যাবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

এ সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বাংলাদেশ এলপি গ্যাস ব্যাবসায়ী সমিতির কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক হাজী মো বদিউল আলম, কেরানীগঞ্জ উপজেলা সভাপতি মো সোহেল রানা, সাধারণ সম্পাদক মো নুরে আলমসহ অনেকে।

বৈঠকে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি না করতে সমিতির নেতাদের বলা হয়। অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকতা।

কেএস 

Link copied!