Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শাহজাদপুরে নিজ ঘর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৪:২৪ পিএম


শাহজাদপুরে নিজ ঘর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজের ঘর থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে গার্মেন্টস শ্রমিক মো. আশরাফের ছেলে কলেজ পড়ুয়া নাদিম হোসেন (১৭) তার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করে। স্থানীয়রা নাদিমের দেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দিলে থানার উপ-পরিদর্শক মহা আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, নাদিম হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরএস

Link copied!