Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডামুড্যায় আ.লীগের শান্তি সমাবেশ

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৩:৪৮ পিএম


ডামুড্যায় আ.লীগের শান্তি সমাবেশ

সারা দেশে বিএনপি-জামাতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক ইনু বেপারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ডামুড্যা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক  আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মুক্তার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সোনাই, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি, সাধারণ সম্পাদক ও ৬নং কমিশনার বাচ্ছু মাদবর,  ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন হাওলাদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর সমন্বয়ক মো: মেহেদী হাসান রুবেল মাদবর, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারন সম্পাদক মাহাবুব আলম, শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার, সাধারণ সম্পাদক মজিবর সরদার, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন  সবুজ, সাধারণ সম্পাদক মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত হোসেন প্রিয় প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুকে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব।

কেএস

Link copied!