Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

২০ লাখ টাকার হিরোইনসহ আটক ২

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৪:২৪ পিএম


২০ লাখ টাকার হিরোইনসহ আটক ২

সিরাজগঞ্জে ২০ লাখ টাকারও বেশি মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।  

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।

তিনি জানান, শহরের পৌর নিউ মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

কেএস

Link copied!