Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ের নতুন ইউএনও রুমন দে’র কর্মস্থলে যোগদান

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:২৯ পিএম


কাপ্তাইয়ের নতুন ইউএনও রুমন দে’র কর্মস্থলে যোগদান

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা রুমন দে।

রোববার (১২ ফেব্রুয়ারি) তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার  হোমনা উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। তিনি বিদায়ী ইউএনও মুনতাসির জাহান এর স্থলাভিষিক্ত হয়েছেন।

যোগদান করার পর তাকে কাপ্তাই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি পেশার লোকজন শুভেচ্ছা জানান। এসময় নতুন যোগদানকৃত ইউএনও রুমন দে’ সকলের সহযোগিতা কামনা করেন।

কেএস  

Link copied!