Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামপালে চোরাই স্বর্ণালঙ্কারসহ নারী গ্রেপ্তার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৬:২১ পিএম


রামপালে চোরাই স্বর্ণালঙ্কারসহ নারী গ্রেপ্তার

রামপালে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের মৃত মো. ইলিয়াস শেখের পুত্র দুর্ধর্ষ চোর মো. সুলতান মামুন ওরফে গোলাম শাহেনশাহ ওরফে আলফা ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করেন রামপাল থানা পুলিশের ওসি (তদন্ত) রাধেশ্যাম ও এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় মামুনের ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জোহরা বেগম (৩৫)‍‍`র কাছে থাকা নগদ ১ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা, দুই জোড়া কানের দুল ও ৩ টি রূপার নুপুর উদ্ধার করেন।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মামুন একটা দুর্ধর্ষ চোর ও প্রতারক। বড় সন্নাসীর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের বাড়ীতে চুরির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকদিন পূর্বে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টি চুরি ও ২ টি মাদক মামলাসহ খুলনায় বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া সোয়া লক্ষাধীক টাকা ও স্বর্ণালংকার ও রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ওই মামুন গত ইউপি নির্বাচনে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়েছিল।

কেএস  

Link copied!