Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৯ লাখ টাকা নিয়েও দিচ্ছেন না চাকরি, উল্টো প্রাণনাশের হুমকি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৮:১৩ পিএম


৯ লাখ টাকা নিয়েও দিচ্ছেন না চাকরি, উল্টো প্রাণনাশের হুমকি

পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে ৯ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নগরীর ফকিরবাড়ি রোডস্থ কাঞ্চন আলী সিকদারের ছেলে মোঃ শাহিন সিকদার পেশায় একজন ফল বিক্রেতা। ভ্যানে ফল বিক্রি করে সংসার চালান তিনি। ফকিরবাড়ি রোডে বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের মাতৃছায়া নামে একটি কিন্ডার গার্ডেন রয়েছে। ওই কিন্ডার গার্ডেনের নিচে শাহিন তার ভ্যান গাড়িটি রাখত। সেই সুবাধে অধ্যক্ষের সাথে পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে সুজিত কুমার দেবনাথ সিটি কলেজে পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন একাউন্টের মাধ্যমে ৯ লাখ টাকা নেয়। চাকরি না দিয়ে টাকা আত্মসাতের পায়তারা করে।

টাকা ফেরত চাওয়ায় গত বছর ২৯ মার্চ বিকাল ৪টায় নগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর দাস, ১৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইউসুফ খান রনি, ছাত্রদল নেতা মারুফ, যুবদল নেতা মিরাজ ও ডোনার জোরপূর্বক আটক করে টাউন হলের পিছনে একটি ঘরে আটকে রেখে মারধর করে। প্রাণনাশের হুমকি দিয়ে ৮টি স্টাম্পে স্বাক্ষর রাখে।

এছাড়া শাহিনের সাথে থাকা শ্যালক জহিরুল ইসলামের একটি মটর সাইকেল, মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। পরের দিন ৩০ মার্চ ডিসি অফিসের সামনে নিয়ে যায়। পরে কোতয়ালী মডেল থানা পুলিশ ডিসি অফিস থেকে তাদের উদ্ধার করে। ১ এপ্রিল ওই মোবাইল থেকে বিসিসি মেয়রের বিরুদ্ধে ফেসবুকে চাঁদাবাজির একটি পোস্ট করে তারা। পরে কাউন্সিলর হিরু মোবাইলটি উদ্ধার করে শাহিনকে পৌঁছে দিলেও মোটর সাইকেলটি দেয়নি।

এ ঘটনায় শাহিন সিকদার বরিশাল আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলা করায় এখন খুন করে গুমের হুমকি দিচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা দাবী করেছেন তিনি।

কেএস 

Link copied!