Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিখোঁজের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:০৮ পিএম


নিখোঁজের ৩দিন পর শিশুর লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে নিখোঁজের তিনদিন পর আকাশ মোল্লা (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশটি হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরের মধ্যে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে।

নিহত আকাশ মোল্লা একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সে বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহতের পিতা নাসির মোল্লা বলেন, গত ১১ ফেব্রুয়ারি আকাশ আমার ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। আমরা তার কোন খোঁজ না পেয়ে নিখোঁজের পর দিন পাংশা থানায় লিখিত অভিযোগ করার পর মাইকিংও করি।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তারা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, নিখোঁজের পর থেকে আমরা বিভিন্নভাবে অভিযান চালিয়ে সর্বশেষ সিসি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করি। পরে তার দেওয়া তথ্যমতেই লাশটি উদ্ধার করতে সক্ষম হই।

তিনি জানান, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার বাকিটুকু তদন্ত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কেএস 

Link copied!