Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কসবায় গাঁজা ও বিদেশী মদসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:৪৩ পিএম


কসবায় গাঁজা ও বিদেশী মদসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার গভীর রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের একটি আঞ্চলিক সড়ক থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শাহপুর গ্রামের মৃত হারুণ মিয়ার ছেলে মো: মাসুক (২৭), তোতা মিয়ার ছেলে মো: রাজু (৩০), আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (২২)। 
কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আকসিন গ্রামের একটি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা, ৫০ বোতল স্কপ, ৪৮ বোতল বিয়ার, ৩৫ বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএস 

Link copied!