পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৪:৫৭ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৪:৫৭ পিএম
পাহাড়ে গাছে গাছে পলাশ আর শিমুলের রঙের মেলা। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে।আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি আজ বর্ণিল সাজে সেজেছে। সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এসেছে ভালোবাসার দিনটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে ফিতা ও কেক কেটে বসন্ত মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসি। মেলায় ১৫ টি স্টল অংশ নিয়েছে। অপর দিকে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের উদ্যোগে আয়োজন করা হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ঋতুরাজ বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে বসন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে নারী উন্নয়ন সংগঠন জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত মেলার আয়োজন করা হয়।
কেএস