Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৭:২৩ পিএম


মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি।

মো. ফয়েজ মিয়া একজন পান ব্যবসায়ী। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিও প্রসঙ্গে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়ার মোবাইলে ফয়েজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৯ দিন আগে তার ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ সামান্য পানের দোকানদার, মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি। মোবাইল দুটি হারিয়ে আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা আমি বলতে পারব না। মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও উদ্ধারের চেষ্টা করছি।

এআরএস

Link copied!