Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

মাগুরায় গান গেয়ে বসন্ত উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৭:৫৪ পিএম


মাগুরায় গান গেয়ে বসন্ত উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজে বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে মাগুরায় বসন্ত উৎসব উদ্বোধন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আবু নাসের বেগ। তার গানের সঙ্গে নাচতে দেখা গেছে একাধিক শিশু শিল্পীদের। মাগুরা জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব মিলনায়তনে এ বসন্ত উৎসবের আয়োজন করে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগর, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক আইচ, শিল্পী সুকুমার পাল, অনামিকা বিশ্বাসসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে ‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে’ এবং ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, এই দুটি গান গেয়ে শিশুদের সাথে নিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে এসে জেলা প্রশাসকের গানের সাথে নাচ পরিবেশন করে নৃত্য শিল্পী অধরা জানান, ডিসি সাহেবরা সাধারণত অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করেন। কিন্তু মাগুরার বর্তমান জেলা প্রশাসক সাহেব নিজে একজন শিল্পী। তিনি আমাদের সঙ্গে নিজেই গান গাইলেন। সেইসঙ্গে আমাদের উৎসাহিত করলেন।

জেলা প্রশাসক আবু নাসের বেগ জানান, বাঙ্গালির ষড় ঋতুর প্রতিটিতেই রয়েছে পৃথক বৈচিত্র। ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের মনে প্রকৃতির মতই রং ছড়িয়ে পড়ে। বাঙ্গালীর অসাম্প্রদায়িক আদর্শকে ছড়িয়ে দিতে বসন্ত উৎসব বিশেষ ভূমিকা রাখছে।

কেএস 

Link copied!