চট্টগ্রাম ব্যুরো
ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৯:১০ পিএম
চট্টগ্রাম ব্যুরো
ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৯:১০ পিএম
ঋতুরাজ বসন্তকে নাচ, গান, কবিতার মধ্যে দিয়ে বরণ করলো চট্টগ্রামের ক্রাইস্ট চার্চ মিশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা পঞ্জিকার একাদশতম মাসের পহেলা ফাল্গুনের প্রথম দিন আজ। শীতের শেষে অরেণ্যের অগ্নিশিখা পলাশে আগমনী বার্তা পাঠালেও পহেলা ফাল্গুনে আসে ঋতুরাজ বসন্ত। পাতাঝরা বৃক্ষে একটু একটু ডানা মেলছে নতুন পাতা। বসন্তের আগমনীতে শুধু প্রকৃতি নয়, শীতের জড়তা ভেঙে মানুষও সেজে উঠে প্রকৃতির সঙ্গে।
পহেলা ফাল্গুন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রংতুলির আঁচরে শেষ হয় না। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্তকে বরণ করে নিতে এবার নগরে বিভিন্ন স্কুলেও পালন করছে নানা অনুষ্ঠানের।
চট্টগ্রামের ক্রাইস্ট চার্চ মিশন স্কুলেও আজ সারাদিন ছিল বসন্তবরণ উৎসবের নানা আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ছোট ছোট শিক্ষার্থীদের আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও ঢোল বাদনা, সাথে ছিল শিক্ষিকারাও। আজ পুরো স্কুল যেন ছিল জন্য শিক্ষার্থী, শিক্ষিকাদের ও অভিভাবকদের এক অপুর্ব মিলন মেলা।
কেএস