Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় অমর ২১ নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০১:২৮ পিএম


বাগাতিপাড়ায় অমর ২১ নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের বড়াল সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

বিশেষ অতিথি ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহাদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম প্রমূখ।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

কেএস 

Link copied!