Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:০১ পিএম


সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার এলাকা থেকে ২ কেজি গাজা সহ শাহআলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি মদনপুর উওরপাড়া ইসমালের ছেলে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাদীপুর ইউনিয়ন নয়াপুর বাজার নানাখী সিএনজি স্ট্যান্ড থেকে তল্লাশি চালিয়ে শাহআলম নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাজা সহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করেছে বলে জানয়েছে পুলিশ। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী নেতৃত্বে এসময় অভিযানে অংশ নেন তদন্ত কেন্দ্রের এস আই জয়ন্ত ঘোস,এ এস আই ইলিয়াস আহমেদ সহ অন্যান্য পুলিশ সদস্য।

সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, আটককৃত মাদক কারবারি শাহআলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেয়ার প্রস্তুতি চলছে।

এবি

 

Link copied!