Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় নৌকার পদ পেলেন যারা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৫:৩৬ পিএম


চুয়াডাঙ্গায় নৌকার পদ পেলেন যারা

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার জীবননগর, আলমডাঙ্গা ও দর্শনা পৌর উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণ ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায়  সম্মতিক্রমে দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেন সদ্য প্রয়াত মেয়র মতিয়ার রহমানের সহদর দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবুকে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়নের খায়রুল বাশার শিপলু, মনোহরপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান, বাঁকা ইউনিয়নে আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউনিয়নে রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়নে তাহাজ্জত হোসেন।

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে হায়াত আলী, আইলহাঁস ইউনিয়নে জাহিদুল ইসলাম। এসব ইউনিয়ন ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ।

এ দলীয় প্রার্থীতা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবুসহ আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরএস
 

Link copied!