Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বান্দরবানে সাহিত্য মেলা শুরু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৮:১৫ পিএম


বান্দরবানে সাহিত্য মেলা শুরু

বান্দরবানে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. আসাদুজ্জমান, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।  প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমি’র উপ-পরিচালক ইমরুল ইউসুফ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজিত মেলায় এবার ১৩টি স্টল অংশ নেয়।

আয়োজকরা জানান, আগামীকাল সকাল সাড়ে ১০ টায় জেলার সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধ পাঠ ও আলোচনা, সাড়ে ১১ টায় স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, বিকেল সাড়ে তিনটায় জেলার ছড়া ও কবিতা প্রবন্ধ পাঠ ও আলোচনা এবং বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠের আয়োজন করা হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এ মেলার।

এআরএস

Link copied!