Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:২২ এএম


ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জগেন চন্দ্র নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। বৃদ্ধ জগেন চন্দ্র ওই এলাকার মৃত ভেতু চন্দ্রের ছেলে।

আত্মহত্যার বিষয়টি বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী বলেন, ৮৫ বছর বয়সী বৃদ্ধ জগেন চন্দ্র দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতা এবং শরীরের প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন। তাঁর ছেলে বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা করালেও বয়সের কারণে পুরোপুরি ভালো হয়নি। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ীতে শুয়েছিল। গভীর রাতে কোন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ীর পাশে আমগাছে গলায় ফাঁস দিয়েছে কেউ দেখেনি। সকালে ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে আমি পুলিশকে অবগত করি।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তাঁর ছেলে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। অভিযোগ না থাকায় বৃদ্ধের মরদেহ শেষকৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে।

এআরএস

Link copied!