Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১২:৩৩ পিএম


কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিপি গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান নিহত

রংপুরের কাউনিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান(৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাটের আদিতমারি থেকে রংপুর আসার পথে কাউনিয়া বাসস্ট্যান্ডে সফি বাজাজের সামনে মিজানুর রহমানের মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিপরীতদিক থেকে আসা সিপি গ্রুপের একটি কাভার্টভ্যান। এতে মিজানুর নিহত হন।
নিহত মিজানুর রহমান লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুক হরিদাস সারপুকুর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

এআরএস

Link copied!