Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০১:১০ পিএম


ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম

ফেনীতে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্ম গ্রহণ করেছেন। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে লেবার ওয়ার্ডে এই শিশুটি জন্ম গ্রহণ করেন। এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার এলাকার এক নারী।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুর মা তাসলিমা আক্তার এর প্রসব ব্যথা উঠলে তার শশু-শাশুড়ি সকাল ৭টার দিকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় প্রসব ব্যথা তীব্র হলে হাসপাতালের নার্সেরা তাসলিমার স্বাভাবিক ভাবে ডেলিভারি করান। ডেলিভারির পরবর্তীতে দেখেন শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের। খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আশ পাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।

মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।  উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

এআরএস

Link copied!