Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের দুই লক্ষ টাকার ‘ম্যারিট-শো’ বৃত্তি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০২:৫৫ পিএম


লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের দুই লক্ষ টাকার ‘ম্যারিট-শো’ বৃত্তি প্রদান

আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশন (ইমো) আয়োজিত "ম্যারিট শো" বৃত্তি পরীক্ষা ২০২২‍‍` এর ফলাফল পরবর্তী" শিক্ষা  বৃত্তি ও সংবর্ধনা" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান উৎসব অনুষ্ঠিত হয়।

এটি আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশনের বৃত্তি প্রকল্পের চতুর্থ আয়োজন।

সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক মাও. জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও. ছেরাজুল করিম ভূঁইয়া।

মো. হাফিজুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এম. ছাবির আহম্মেদ, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, আয়েশা (রাঃ) কামিল মাদ্রাসার প্রভাষক মাও. আব্দুল কাইয়ুম, বিশিষ্টজন মতিউল ইসলাম জুয়েল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল এবং বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান টিটু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা যাচাই ও জ্ঞান বিকাশে কার্যকরী ভূমিকা রাখে। অবশেষে বৃত্তি প্রকল্প ও সংগঠনের সার্বিক কাজের প্রতি তিনি সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরএস

Link copied!