Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় স্বাধীনতা সময়ের মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনবাহিনী

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৪:১০ পিএম


আখাউড়ায় স্বাধীনতা সময়ের মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনবাহিনী

স্বাধীনতা সংগ্রামের সময় নিক্ষেপকৃত এম-৬০ মডেলের  একটি  মর্টার শেল  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মাটি খুড়ার সময় উদ্ধার করা হয়। প্রথমে  শেল টি পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে সেনাবাহিনীর বোম্ব নিষ্ক্রিয়কারী ইউনিটের কাছে হস্তান্তর করলে তারা  লেল টি  নিষ্ক্রিয় করে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের হেলিপেড মাঠে এই এম-৬০ মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়।

এসময় শেলটি নিষ্ক্রিয়করণ  ১১ সদস্যের সেনাবাহিনী সদস্য  ইউনিটের এ নেতৃত্ব দেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট এ কর্মরত মেজর ফৌজিয়া সুলতানা। তিনি জানান,  এম- ৬০  মর্টার শেল টি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ে নিক্ষেপ করা হয়েছিল এবং এতদিন মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল।

এর আগে গত ২১ জানুয়ারি  অত্র উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামর আবু তাহের মিয়ার বাড়িতে  মাটি কাটার কাজ করার সময় মর্টার শেলটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ  পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম।

আরএস

Link copied!