Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৪:২৮ পিএম


বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হারুন মল্লিক (৬০) ও পলাশ তালুকদার (৪৫)।

সূত্রে জানা যায়, শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) বেলা ১২টার সময় হারুন মল্লিক নিজ বাড়ি থেকে অটো গাড়িতে বরিয়া গ্রামে যাবার পথে বরিয়া বাজার অতিক্রমকালে অটোগাড়ি উল্টে ঘটনাস্থলেই মৃত্যুকরন করেন। অটোগাড়িটি ১১-১২ বছরের একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে ড্রাইভ করছিল। যে কারণে সে গাড়ির নিয়ন্ত্রণ করতে পারছিল না। নিহত হারুন মল্লিক বরিয়া গ্রামের মৃত সেকান্দার মল্লিকের পুত্র।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার সময় বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে সাহেব আলী ফরাজীর বাড়িতে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পরে দিনমজুর পলাশ তালুকদার গুরুতর আহত হয়। আহত পলাশকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত পলাশ তালুকদার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মোঃ আব্দুল খালেক তালুকদারের পুত্র।

কেএস 

Link copied!