Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

৫৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়াবে কুমিল্লা সিটি কর্পোরেশন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৫:০০ পিএম


৫৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়াবে কুমিল্লা সিটি কর্পোরেশন

কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সিটি কর্পোরেশন।

প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২ জন  সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ড. সফিকুল ইসলাম ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১০৫ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান কেন্দ্রে সহযোগি সংস্থায় থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি, বিডি ক্লিন, কুমিল্লা।

কেএস 

Link copied!